ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আশুলিয়ায় জুতার কারখানায় আগুন
Published : Monday, 12 April, 2021 at 7:16 PM
আশুলিয়ায় জুতার কারখানায় আগুনআশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। এতে আহত হয়েছেন ওই কারখানার তিন শ্রমিক। সোমবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার গোল্ডেন ইউনিয়ন লেদার লিমিটেড নামে একটি জুতার কারখানার তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেলে শ্রমিকরা কাজ করার সময় কারখানার ৩য় তলায় শাফলিং মেশিনের আগুনের ফুলকি ডাস্টের সংস্পর্শে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় । নেভানোর আগেই আগুনের লেলিহান শিখা ৩য় তলায় ছড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যে তা ৪র্থ তলায়ও ছড়িয়ে পড়ে । এ সময় কারখানার তিন শ্রমিক আহত হন।

তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে যোগ দেয় । প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

কারখানাটির ব্যবস্থাপক গাজী আরিফ হাসান বলেন, মেশিনের স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ভেতরে কেমিক্যাল ও রাবার জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ।