হালকা অনুশীলনের অনুমতি পেলেন আর্চার
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
হালকা
অনুশীলন করতে চিকিৎসকের অনুমতি পেলেন ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চার।
গত ২৯ মার্চ তার ডান হাতের আঙুলে অস্ত্রোপচার করানো হয়।
তবে এই ফাস্ট
বোলার কবে আবার খেলা শুরু করতে পারবেন তা এখনও অনিশ্চয়তার মধ্যে।
জানুয়ারিতে ভারতে রওনা দেওয়ার কদিন আগে নিজ বাসায় অ্যাকুয়ারিয়াম পরিষ্কার
করতে গিয়ে কাঁচের টুকরায় হাত কেটে ফেলেন বিশ্বকাপ জয়ী আর্চার।
অবশ্য ওই
অবস্থাতেই ভারতের বিপে টি-টোয়েন্টি সিরিজ খেলেন ডানহাতি পেসার। এছাড়া ডান
কনুইয়ের চোটও ভুগিয়েছে তাকে। পরে ওয়ানডে না খেলেই দেশে চলে যান আর্চার।
সেখানেই অস্ত্রোপচার করিয়েছেন ডানহাতের মধ্যমায়।
ইসিবি এক বিবৃতিতে
জানিয়েছে, এই সপ্তাহে সে হালকা অনুশীলনে ফিরবে, সাসেক্স ও ইংল্যান্ড পুরুষ
দলের মেডিক্যাল টিমের পর্যবেণে থাকবে সে। পরের সপ্তাহ থেকে সে বোলিংয়ে ধার
খুঁজে পাবে বলে আশা করা হচ্ছে।’
এই অস্ত্রোপচারের কারণে রাজস্থান
রয়্যালসের হয়ে আইপিএল শুরু করতে পারেননি আর্চার। দলের ডিরেক্টর কুমার
সাঙ্গাকারা আশাবাদ ব্যক্ত করে জানান, ইংলিশ পেসারকে পাবেন তারা। কিন্তু তার
ফিটনেস নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ তিনি।