ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় আটকা পড়লেন দক্ষিণ আফ্রিকার ৫ ক্রিকেটার
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
দেশজুড়ে শুরু হতে চলা লকডাউনের কারণে দণি আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপে বাংলাদেশের মেয়েদের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ সম্পন্ন হতে পারেনি। শেষ ম্যাচের আগেই আজ ভোরে তাদের দেশের বিমানে ওঠার কথা ছিল। তবে বিমানে ওঠার আগে করোনা পরীায় পাঁচ প্রোটিয়া ক্রিকেটার পজিটিভ হয়েছেন। তাদের রেখেই বাকিরা চলে গেছে দেশে।
সিলেটে অনুষ্ঠিত এই ওয়ানডে সিরিজের ৪টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি লকডাউনের কারণে বাতিল হয়। গতকাল সোমবার দণি আফ্রিকা ইমার্জিং নারী দলের সব ক্রিকেটাররা ঢাকায় ফেরেন। এর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা নেওয়া হয়। ঢাকায় ফেরার পর জানা যায়, পাঁচজন করোনা পজিটিভ।
বাংলাদেশে আগামীকাল ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে। এসময় আকাশপথ বন্ধ থাকবে। তাই দলের পাঁচজনকে রেখেই আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা ছেড়েছেন প্রোটিয়া মেয়েরা। আক্রান্ত পাঁচজন ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। তাদের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।