ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা পজিটিভ রামোস
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। মিস করেছেন লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপে ম্যাচটিও। এর সঙ্গে আরও দুঃসংবাদ দিলেন সের্হিয়ো রামোস। করোনা আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এর ফলে এখন তাকে অন্তত ১০ দিনের আইসোলোশনে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গোল ডট কম।
অথচ চ্যাম্পিয়নস লিগে সামনেই রয়েছে লিভারপুলের বিপে দ্বিতীয় লেগের খেলা। সেই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে রিয়াল অধিনায়ককে। শুধু তাই নয় ৩৫ বছর বয়সী তারকা মিস করবেন লা লিগার পরের দুই ম্যাচও। এমনিতে রিয়ালে চোট সমস্যা লেগেই আছে। এখন রামোসের করোনা আক্রান্তের খবরটি নিঃসন্দেহে তাদের জন্য বড় ধাক্কা।