ব্রাহ্মপাড়ায় ৭০০ কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ||
করোনা
পরবর্তী খাদ্যের চাহিদা মেটাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৭০০ জন কৃষকের
মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/ ২০২১-২২
মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
উপজেলার ৮টি ইউনিয়নের ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে এসব ধান
বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি
এমওপি সার, ২০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
আউশ ধান বীজ ও সার বিতরণের
উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান। বিশেষ
অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান। অনুষ্ঠান
পরিচালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. হোসেন মিয়া। উপস্থিত ছিলেন উপ
সহকারী উদ্ভিদ কর্মকর্তা রেহান উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা তোফাজ্জল
হোসেন, আবুল হোসেন, আলেক হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নাঈমা হক
আখি, তাসলিমা খাম, পাবলুছ খান, সাইফুল ইসলাম, আলী আকবর, দিদার হোসেন,
নাসিমা আক্তার, তানজিনা আক্তার, শামিমুল ইসলাম প্রমুখ।
উপজেলা কৃষি
কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান বলেন, বর্তমান সংকট মুহূর্তে ধানের
উৎপাদন অব্যাহত ও বৃদ্ধির লক্ষে এবং পানি কম ব্যবহার করে পর্যাপ্ত জমিতে
আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।