ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ
Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
দ্বিতীয় দফার করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে পথচারী ও নি¤œ আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছে দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। কুমিল্লার চার আসনের সংসত সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় মঙ্গলবার  বিকালে নিউ মার্কেট বাসস্ট্যান্ড ও কাঁচাবাজার এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাবেকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন মো. আবু কাউছার, সোহরাব হোসেন সোহাগসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ কর্মসূচিতে এসে সাবেক জিএস আবদুল মান্নান মোল্লা বলেন,  করোনা প্রকোপ দিন দিন বাড়ছে, সরকারি নির্দেশনা মেনে সবাই সচেতন হলে করোনা প্রতিরোধ করা সম্ভব। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও জনসচেনতার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে। এভাবে চলমানও লকডাউনে সরকারি নির্দেশ পালনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ স্বাস্থ্যবিধি মেনে মাঠে কাজ করবে।