Published : Wednesday, 14 April, 2021 at 12:00 AM, Update: 13.04.2021 11:56:18 PM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
হয়েছেন। এরমধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে। নিহতরা হচ্ছেন- নাঙ্গলকোট
উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের পুত্র মোঃ হানিফ,
তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের
স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন। মঙ্গলবার বিকেল ৫টায় তথ্যটি
নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ
ইয়াসিন প্রধানিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হানিফ বিকেল পৌনে
চারটায় তাঁর মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজি
অটোরিকশা যোগে চিওড়া রাস্তার মাথায় এসে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থামে।
শিশু মেহজাবিন কে কোলে নিয়ে সিএনজি অটোরিকশা থেকে নামছিলেন মা মেরি বেগম।
ভাগ্যের নির্মম পরিহাস সময় একটি ট্রাক(ঢাকামেট্রো-ট-১৪-৫১৯০) নিয়ন্ত্রণ
হারিয়ে ওই সিএনজিসহ আরো তিনটি অটোরিকশাকে চাপা দেয়। এতে থেতলে যায় তিনটি
সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন কোলের সন্তান মেহজাবিনসহ মা মেরি বেগম
ও মোঃ হানিফ ।এসময় হানিফের ছেলে রোমন ও সিএনজি অটোরিকশা চালক রফিকসহ আরো ২
জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার
শেষে ফাঁড়িতে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স
ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের
উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন’।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই রায়হান
জানান, ‘দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন,দুঘৃটনা কবলিত গাড়িগুলো উদ্ধার
করে ফাঁড়িতে আনা হয়েছে’।