
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ ডুবির ঘটনায় ছয় জনকে উদ্ধারের পর আরও ১২ নাবিক নিখোঁজ রয়েছেন।
ভারী মালামাল বহনের উপযোগী ওই জাহাজটিতে ১৮ নাবিক ছিলেন বলে লুইজিয়ানার লেফোর্স বিভাগের প্রেসিডেন্ট আর্চি চেইসন সিএনএনকে জানিয়েছেন।
৩৯ মিটার দৈর্ঘ্যের ওই জাহাজটি মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে রাজ্যটির ফোরচন বন্দর থেকে ১২ কিলোমিটার দূরে মেক্সিকো উপসাগরে ডুবে যায়।
ওই সময়ই তারা বিপদে পড়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি রেডিও বার্তা পায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড। এ সময় জরুরি বার্তা পেয়ে আশপাশে থাকা বেসামরিক জাহাজগুলোও ডুবে যাওয়া জাহাজটির নাবিকদের উদ্ধারে এগিয়ে যায়।
বিবিসি জানিয়েছে, কোস্ট গার্ডের দুটি জাহাজ দুই জনকে ও অপর চার জনকে বেসামরিক জাহাজগুলোর নাবিকরা উদ্ধার করেছে।
বুধবার কোস্টগার্ড জানায়, নিখোঁজ নাবিকদের খোঁজে উদ্ধারকারীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
ডুবে যাওয়া জাহাজটি সমুদ্রে খনিজ অনুসন্ধান চালানোর ভারী যন্ত্রপাতি বহন করতো বলে জানা গেছে।
ফোরচন বন্দর থেকে আচাফালায়া নদী পর্যন্ত উপকূলীয় সমুদ্র উত্তাল থাকবে জানিয়ে জাহাজগুলোকে সতর্ক করে মঙ্গলবার এক বিশেষ বার্তা জারি করেছিল যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের নিউ অরলিন্স দপ্তর।