ময়মনসিংহে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নেত্রকোণা সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা নিহত হয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেলের বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার মজিবুর রহমান বলেন, সকালে মোটর সাইকেলে করে ময়মনসিংহ যাচ্ছিলেন রাসেল। পথে নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। আর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান মজিবুর।
ময়মনসিংহ সড়ক ও জনপদের সহকারী প্রকৌশলী কামাল পাশা বলেন, ট্রাকের বেপরোয়া গতির কারণে রাসেলকে প্রাণ দিতে হয়েছে। ট্রাক চালককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।