
ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ-রঘুরামপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা (৩৫) নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১টার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন রাসেল। পথে শম্ভুগঞ্জ রঘুরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।