বীর মুক্তিযোদ্ধারা পাবেন ডিজিটাল সনদ ও স্মার্ট পরিচয়পত্র
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিজিটাল সনদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল স্মার্ট আইডি কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে এসব আইডি কার্ড তৈরিতে সক্ষম প্রতিষ্ঠানে কাছে দরপত্র আহবান করে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দরপত্র বিক্রি করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম ধাপে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করেছে। তারা সবাই এসব কার্ড পাবেন।
সব মিলিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা হতে পারে এক লাখ ৭০ হাজার- এমন তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
তিনি জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি থেকে মুক্তি দিতেই ডিজিটাল সনদ ও স্মার্ট পরিচয়পত্র দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এ কাজ আমরা শেষ করতে পারবো।