ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউন উপেক্ষা করে কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে কোচিং সেন্টার খোলা রেখে পাঠদানের অপরাধে ঠাকুরগাঁওয়ে এক কোচিং সেন্টারের পরিচালক মোমেনা খাতুনকে (৪২) ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে শহরের হলপাড়ায় ড্রিমল্যান্ড বিদ্যালয়ের পেছনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল-মামুন এ অভিযান পরিচালনা করেন।
মোমেনা খাতুন ওই এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী।  
ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান, ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা না ভেবে কোচিং সেন্টার খোলা রাখায় এ জরিমানা করা হয়েছে। ফের সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সদর থানা পুলিশসহ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।