লালমাইয়ে ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
Published : Monday, 19 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার:
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কুমিল্লা লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে পেরুল গ্রামের উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলুর অর্থায়নে ও জয়যাত্রা ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়নের ৭০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ছোলা, বুটের ডাল, মুসুরি ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল সহ প্যাকেট প্রদান করা হয়।
গতকাল ১৮ এপ্রিল রবিবার সকাল থেকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বিশটি গ্রামে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলু, পেরুল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন মন্তু, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল মান্নান, বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই শাখার সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা কামাল ও জয়যাত্রা ছাত্র যুব কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।