মালদ্বীপে ভবন থেকে পড়ে নুরু মিয়া নামের এক বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার ২০ এপ্রিল ভোর ৬ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মালদ্বীপের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।নুরু মিয়া শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামের মৃত আলী চৌধুরীর ছেলে।
জানা যায়, নুরু মিয়া মালদ্বীপের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন । ১৪ এপ্রিল কাজ করার সময় হঠাৎ করে চারতলা থেকে তিনি নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে সেইখান থেকে তাকে উদ্ধার করে মালদ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আইসিইউতে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেলেন।
এই প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর ভাবে শোকাহত মালদ্বীপ প্রবাসীরা।