Published : Wednesday, 21 April, 2021 at 12:52 PM, Update: 21.04.2021 2:16:29 PM
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হবে। জেলা প্রশাসকগণের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সম্প্রতি দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা হয়। দুই সপ্তাহের এ লকডাউন শেষ হবে আগামী ২৮ এপ্রিল।