করোনায় আক্রান্ত হয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা কিশোর নন্দলস্কর মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হিন্দুস্তানটাইমস জানিয়েছে, গত ১৪ এপ্রিল অভিনেতার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তাকে করোনা চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছিল। তার শ্বাসকষ্ট ছিল এবং কথা বলতে অসুবিধা হচ্ছিল। তার শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল কম। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে মৃত্যু হয় অভিনেতার।
মারাঠি ছবির প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন কিশোর। বলিউডেও ‘খাকি’, ‘বাস্তব: দ্য রিয়্যালিটি’, ‘সিঙ্ঘম’, ‘জিস দেশ মে গঙ্গা রেহতা হ্যায়’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
কিশোরের সহঅভিনেতা গোবিন্দ তার মৃত্যুর খবর পেয়ে শোকাহত। প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। বলিউড তারকা রণবীর সিং তার মৃত্যুতে শোক জানিয়েছেন।