ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অটোভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত
Published : Wednesday, 21 April, 2021 at 1:11 PM
অটোভ্যানে মোটরসাইকেলের ধাক্কা, ব্যবসায়ী নিহত বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আলা বক্স (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলা বক্স দীর্ঘদিন ধরে স্থানীয় মথুরাপুর বাজার এলাকায় পান, বিড়ি ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি ব্যবসা শেষে দোকান বন্ধ করে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে মথুরাপুর-খাটিয়ামারি সড়কের মথুরাপুর বটতলা এলাকায় নামাজ খানার নিকট পৌঁছলে সামনের দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কায় দেন। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে আহত হন আলা বক্স। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন জানান এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে আলা বক্সের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।