ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টেলিমেডিসিন সেবা চালু করলো কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগ
Published : Wednesday, 21 April, 2021 at 4:03 PM
 টেলিমেডিসিন সেবা চালু করলো কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগদেশব্যাপি করোনা মহামারী চলাকালীন এই সময়ে, সবাইকে ঘরে থাকার জন্যে উৎসাহিত করা হলেও, বিপদে পড়েন অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা। লক ডাউনের কারণে চিকিৎসকের কাছে যাওয়া কষ্টকর এবং সংক্রমণের ঝুঁকি থাকায় অনেক সময়েই চিকিৎসা নিতে পারেন না তারা। এই সময়ে, রোগীদের জন্যে বিশেষ টেলিমেডিসিন সেবা “হ্যালো ছাত্রলীগ ” চালু করলো কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ।

এ প্রসঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালনকারী মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মীরা জানান, দেশে যখনই কোনো বিপত্তি এসেছে, সবার আগে লড়াই করতে এসেছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায়, করোনা মহামারীর সেকেন্ড ওয়েভে যখন জনজীবন বিপর্যস্ত, তখন আমাদের মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশক্রমে চালু করা হলো বিশেষ টেলিমেডিসিন সেবা- “হ্যালো ছাত্রলীগ”।

এ ব্যাপারে উনারাই বরাবরের মত সার্বিকভাবে দিকনির্দেশনা দিয়েছেন।