সাভারে কিশোর আল আমিন হত্যা মামলার প্রধান আসামি দেওয়ান তৌহিদ হোসেন পিয়ালকে (৩১) গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (২১ এপ্রিল) সকালে গ্রেফতার পিয়ালকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, ১৩ এপ্রিল সাভারের ব্যাংক কলোনি এলাকায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ও র্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আল আমিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার রাত ৯টার দিকে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে পিয়ালকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান বলেন, ‘গ্রেফতার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ হত্যার দায় স্বীকার করেছে। সে জানায় পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন আসামিরা কয়েকজন মিলে আল আমিনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।’