ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হবিগঞ্জে দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মুত্যু
Published : Wednesday, 21 April, 2021 at 8:24 PM
হবিগঞ্জে দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতার মুত্যুহবিগঞ্জে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

ঢাকা সিলেট মহাসড়কের অলিপুর শাহপুর এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান।

নিহত তাহির মিয়া (৪০) হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ (বড় বাড়ির) মৃত আব্দুর রশিদের ছেলে।

তিনি সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বিজয়নগর পল্লী বিদ্যুত অফিসের মিটার রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ওসি বলেন, তাহির মিয়া মোটর সাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাহির মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ তার উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান মাইনুল।