ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নবীনগরে করোনা আক্রান্ত পরিবারকে ইউএনওর ফল প্রদান!
Published : Thursday, 22 April, 2021 at 12:00 AM
নবীনগর সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত আইসোলেশনে থাকা পরিবার গুলোর সার্বিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি বুধবার সকালে তাদের বাড়ীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফল ভর্তি ঝুঁড়ি প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক।
এসময় তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সাহস হারাবেন না। যে কোন সংকটে আপনার ইউএনও আপনাদের পাশেই থাকবে। আশা করছি ২-১ দিনের মধ্যেই বৃহৎ পরিসরে উপজেলার অসহায় পরিবার গুলোর মাঝে আর্থিক সহায়তা সহ ত্রাণ বিতরণ করা হবে। আমি নবীনগরের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি।