ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মতিন খসরুর রুহের মাগফেরাত কামনায় সাজ্জাদ হোসেনের মিলাদ মাহফিল
Published : Thursday, 22 April, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  কেন্দ্রীয়  আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সুপ্রিম কোর্টের বার  এসোসিয়েশন এর সভাপতি,  কুমিল্লা-৫(বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরু'র স্মরণে রুহের মাগফেরাত কামনা করে এক আলোচনা সভা, ইফতার ও  মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন পত্র পত্রিকায়  কর্মরত সাংবাদিকদের নিয়ে দোয়া ও মিলাদের আয়োজন করেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার সাজ্জাদ হোসেনের কুমিল্লা নিজস্ব কার্যালয়ে  ইফতার পূর্বে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা মহিউদ্দিন হোসাইনী। অন্যানদের মাঝে আলোচনা করেন আর টিভি কুমিল্লা স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি -বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু।
এসময় সাংবাদিকদের নমধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ময়নামতি পত্রিকার বার্তা সম্পাদক মামশাদ কবির, বুড়িচং প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক, সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়ার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন খন্দকার, কাজী খোরশেদ আলম, মোঃ জহিরুল হক বাবু, মো. জাকির হোসেন, মারুফ আহম্মেদ কল্প, গীতিকবি আক্কাছ আল মাহমুদ হৃদয়, মোঃ শরিফুল ইসলাম সুমন, ইকবাল হোসেন সুমন, ফারুক আহমেদ, সাইফুল ইসলাম, গাজী রুবেল, মোঃ সাফি, এনসি জুয়েল, কামাল হোসেনসহ আরো অনেকে। দোয়া পরিচালনা করেন কুমিল্লা বায়তুল জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন হোসাইনী।