ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
Published : Sunday, 25 April, 2021 at 1:52 PM
লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটজরুরি অবস্থা জারি করা ব্যতীত লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বলেন, ‘রিট আবেদনটির ওপর সোমবার (২৬ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

রিট আবেদনে বলা হয়েছে, ‘দেশে জরুরি অবস্থা জারি করা ব্যতীত জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার স্থগিত রাখা যায় না। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিট আবেদনে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।’