ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে দুই মাদক ব্যবসায়ী আটক
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ। আটককৃতদের ব্যাগ তল্লাশী করে ৯২ বোতল ফেনসিডিল, ৪ শত পিছ ইয়াবা ট্যাবলেট এবং ১২ ক্যান কিংফিশার বিয়ার উদ্ধার করেন।
রবিবার দুপুরে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানার নিদের্শনায় গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলামের নেতৃত্বে এস.আই রাজিব কুমার সাহা, এ.এস.আই ইয়াছিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিয়টগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো কুমিল্লা কোতয়ালী থানার শাসনগাছা মহাজনবাড়ীর এনামুল হক ভূইয়ার ছেলে মো: আশিকুর রহমান ভূইয়া আশিক (৩২) এবং একই থানার সাতরা এলাকার ফজলুল হকের ছেলে মো: রমযান প্রকাশ রানা (৩১)।
আটককৃত আশিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং ডাকাতির প্রস্তুতিসহ মোট ৪টি মামলা রয়েছে এবং রানার বিরুদ্ধে মাদকের দুটি মামলা রয়েছে। আটকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।