ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভারত থেকে যাত্রী আসা ২ সপ্তাহ বন্ধ
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় দুই সপ্তাহের জন্য প্রতিবেশী দেশটি থেকে স্থলপথে যাত্রী আসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন রোববার বলেন, “ভারতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আমাদের নাগরিকদের রায় সেখান থেকে আপাতত লোক আসা বন্ধ করছি আমরা। এটা দুই সপ্তাহের জন্য।”
মহামারী নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের কারণে ভারতের সঙ্গে আকাশ পথে চলাচল আগে থেকেই বন্ধ আছে। এখন স্থলপথেও যাত্রী আসা বন্ধ হল। তবে স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহন চলবে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতকে বেসামাল অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। গত চার দিন ধরে প্রতিদিনই সেখানে নতুন শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্ব রেকর্ড হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক দিনে তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছে রোববার। মৃত্যু হয়েছে রেকর্ড দুই হাজার ৭৬৭ জনের। ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর মোট সংখ্যা এক কোটি ৬৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে এক লাখ ৯২ হাজার ৩১১ জনে।
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী নিচ্ছে না। অক্সিজেনের অভাবে অনেক হাসপাতালে রোগী মারা যাচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনগুলোই ভারতকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। সে কারণে ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবি কয়েকদিন ধরেই দেশে আলোচনায় ছিল।