ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্বাস্থ্যবিধি মেনে বিবিরবাজার বন্দরে চালু থাকবে বাণিজ্যিক কার্যক্রম
Published : Monday, 26 April, 2021 at 12:00 AM
কুমিল্লার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় চলাচল নিয়ে সতর্ক প্রশাসন---তানভীর দিপু:
করোনা মহামারির কারনে আগে থেকেই কুমিল্লায় বিবিরবাজার স্থল বন্দর দিয়ে ভারতের সাথে যাত্রী চলাচল বন্ধ, কিন্তু চালু আছে পণ্য পরিবহন-বানিজ্যিক কার্যক্রম। যেহেতু দুই দেশের পণ্য দুই পাড়ে খালাস হচ্ছে এবং এতে করে মানুষ জন আসা যাওয়ার কোন সুযোগ, সেহেতু কারো মাধ্যমে করোনা ভাইরাস বহন করে ছড়িয়ে যাবার খুব একটা সুযোগ নেই বলে জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন। এতে পণ্য কিংবা যানবাহনের সাথে চলাচলকারী চালক ও কর্মীদের এপার ওপার চলাচলে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহার এবং জীবানুনাশকের ব্যবহার নিশ্চিত করলেই করোনা ছড়ানোর কোন মাধ্যম থাকবে না বলে তিনি জানান। আর যেহেতু যাত্রী আসা যাওয়ার কোন বিষয় নেই সেহেতু কোয়ারেন্টিনেরও কোন প্রয়োজন নেই এই বন্দরে।
বিবির বাজার স্থল বন্দর কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সাইফুল আহমেদ জানান, বিবিরবাজার বন্দর দিয়ে পন্য পরিবহন চালু থাকবে। যেহেতু আমদানি কম, রপ্তানি বেশি। যে কারনে ভারতীয়রাই তাদের অংশে বাংলাদেশিদের টেস্ট করে এবং যেসব যানবাহন ওপাশে যায় সেগুলো জীবানুনাশক স্প্রে করেই নিয়ে যায়। আর ওপাশ থেকে প্রতিদিন ২/৩টি পরিবহন আসলেও এগুলো স্থলবন্দরেই থামে, সেগুলোও ভারত থেকে পরীক্ষা করেই আসে। তবে আমাদের এদিকে কোন পরীক্ষার ব্যবস্থা বা ম্যাডিকেল টিম নেই। আর এই বন্দরে খুব কম সংখ্যক পরিবহন চলাচল বলেই হয়তো করোনার বিষয়ে কোন ম্যাডিকেল টিম নেই।
তিনি আরো জানান, করোনার প্রথম ধাপেই এক বছর আগে গত এপ্রিল থেকেই এই বন্দর দিয়ে যাত্রী চলাচল বন্ধ করা হয়। পণ্য পরিবহন কম থাকায় মানুষ জনেরও তেমন কোন আনাগোনা নেই এই বন্দরে।    
কুমিল্লা বিজিবি সূত্রে জানা গেছে, বিবির বাজার স্থল বন্দর দিয়ে আগে থেকেই যাত্রী চলাচল বন্ধ আছে। তবে পণ্যপরিবহনের যে কাজ সেটি চালু আছে। সেক্ষেত্রে ব্যবসায়িকভাবে যদি পণ্য পরিবহন চালু থাকে তাহলে পণ্য এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট চালক বা কর্মচারিরা আসা যাওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করবে বন্দর কর্তৃপক্ষ, স্বাস্থ্যবিভাগ ও জেলা প্রশাসন। তবে সরকারি যে কোন নির্দেশনায় জোরালো এবং সচেষ্ট অবস্থানে থাকবে বিজিবি সদস্যরা।  
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, শুধু কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর নয় কুমিল্লায় বিশাল যে সীমান্ত এলাকা, সীমান্তবর্তী এলাকাগুলোতে অনুপ্রবেশ ঠেকানো নিয়ে সব সময়ই বিজিবি সচেষ্ট আছে। মহামারির এসময় সরকার থেকে যে সিদ্ধান্ত আসবে তা নিয়ে বিজিবি কুমিল্লা অঞ্চলের প্রধান- সিভিল সার্জনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।