আল্লাহপাক
পবিত্র মাহে রমজানে রোজাদারের দোয়া বেশি বেশি কবুল করেন। তবে দোয়া কবুলের
যেই সকল শর্তগুলো রয়েছে তা পেতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে ১। জীবিকা
হালাল হতে হবে, খাবার, পোশাক-পরিচ্ছদ সবকিছু হালাল উপার্জন দ্বারা হতে হবে
২। মা-বাবার হক আদায় করতে হবে। যারা মা-বাবার সাথে নাফরমানী করে হাদিসে
রয়েছে তাদের দোয়া কবুল হয় না ৩। সাধ্যানুযায়ী আত্মীয় স্বজনের হক আদায় করতে
হবে। যারা আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখে না এবং তাদের হক আদায় করে না
তাদের দোয়া ও কবুল হয় না ৪। আমর বিল মারুপ এবং নাহি আনিল মুনকার করতে হবে।
অর্থাৎ সাধ্যমত মানুষকে ভাল কাজের আদেশ করতে হবে। মন্দ কাজ থেকে বারন করতে
হবে। হাদিস শরীফে রয়েছে। তোমরা মাথা উঁচু করে চিৎকার করতে থাকো অথচ তোমাদের
দোয়া কবুল হয় না, হবে কিভাবে? তোমাদের চোখের সামনে অনেক অন্যায় কাজ হয়
সাধ্য থাকা সত্ত্বেও তোমরা তাতে বাধা দাওনা ৫। গীবত বর্জন করতে হবে। গীবত
কারীদের দোয়া কবুল হয় না, এই রোগে আমরা অনেকেই আক্রান্ত ৬। হাছদ বা
পরশ্রীকাতরতা অর্থাৎ অন্যের ভাল দেখে হিংসা লাগে এবং সেটা ধ্বংস হওয়ার
কামনা করা এই অভ্যাস পরিত্যাগ করতে হবে ৭। কৃপণতা পরিহার করতে হবে। অর্থাৎ
শরীয়ত সম্মত স্থানে যতটুকু ব্যয় করা দরকার সেখানে ব্যয় না করে অর্থ জমা
রাখা পরিহার করতে হবে। উল্লেখিত শর্ত গুলিসহ আর যেই সকল শর্ত রয়েছে আমরা
যদি তা মেনে চলতে পারি তাহলে আল্লাহপাক আমাদের দোয়া কবুল করবেন।