ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বেইজিংয়ে জরিমানায় চার অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান
Published : Monday, 26 April, 2021 at 12:53 PM
বেইজিংয়ে জরিমানায় চার অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানবেইজিংয়ে জরিমানা করা হয়েছে চারটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানকে। গ্রাহকদের বিভ্রান্ত করার কারণেই তাদের জরিমানা করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন স্থানীয় বাজার নিয়ন্ত্রকরা।

রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, ওই চার প্রতিষ্ঠান হচ্ছে, জিএসএক্স টেকএডু ইনকর্পোরেটেড, টিএএল এডুকেশন গ্রুপ, কুলার্ন টেকনোলজি হোল্ডিং লিমিটেড এবং গাওসি।

চারটির প্রত্যেকটিকেই সর্বোচ্চ জরিমানা করেছেন বাজার নিয়ন্ত্রকরা। কারণ মূল্যছাড়ের নামে কোর্স বিক্রি করার সময় প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, তাদের কোর্সের আসল মূল্য অনেক বেশি। আদতে ঘটনাটি তা নয়।

চীনা কর্তৃপক্ষ অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে বাঁধতে চাইছে। এ মাসের শুরুতে অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অপ্রাপ্তবয়স্কদেরকে লাইভ স্ট্রিম কোর্স এবং রাতে গেইম খেলতে দিতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। কারণ হিসেবে তারা জানিয়েছিলেন, শিশুদের রাতের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে চাইছেন তারা।