ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইট দিয়ে মাকে হত্যা করল ছেলে
Published : Monday, 26 April, 2021 at 1:21 PM
 ইট দিয়ে মাকে হত্যা করল ছেলেগৃহবধূর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানা পুলিশ ছেলেকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের পশ্চিম কোমর গ্রামে।

থানা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত রবিবা লে উজ্জল হোসেন চৌধুরী রাগের মাথায় উঠানে থাকা একটি ইট তুলে মায়ের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলে মা সুফিয়া বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া বেগম রবিবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে মারা যান।

এ ঘটনায় থানা পুলিশ উজ্জল হোসেন চৌধুরীকে আটক করে থানা হাজতে নিয়েছে। উজ্জলের স্ত্রী রেনেকা বেগম পলাতক রয়েছে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।