ভবিষ্যতে ইসরাইলের স্বার্থের ওপর আরও হামলা হতে পারে হুশিয়ারি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাকেরি।
ইসরাইলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েক দিন পর রোববার এই হুমকি দিলেন তিনি। খবর আল জাজিরার।
এদিন তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেনারেল বাকেরি বলেন, গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধশক্তি জাগ্রত হবে।
তিনি বলেন, ইহুদিবাদীরা ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে ও সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না।
সাংবাদিকেরা বাকেরির কাছে জানতে চান, যদি ইরানি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে ইসরাইলের পক্ষ থেকে একের পর এক হামলা অব্যাহত থাকে, তাহলে তেহরান কেমন প্রতিক্রিয়া দেখাবে?
এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘ইহুদি রাষ্ট্রটিকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না।’
জেনারেল বাকেরি ইসরাইলের অপকর্মের কথা উল্লেখ করতে গিয়ে তার দেশের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় সাইবার হামলা ও আন্তর্জাতিক পানি সীমায় ইরানি তেল ট্যাংকারগুলোতে হামলার কথা উল্লেখ করেন।
সম্প্রতি ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক হামলার পর তেহরান ইসরাইলকে দায়ী করে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
এরপরই গত বৃহস্পতিবার ইসরাইলের গোপন পরমাণু স্থাপনার কাছে সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাই এ ঘটনার পরপরই ইসরাইলি গণমাধ্যম ধারণা করতে থাকে যে, ইরান এ ঘটনায় জড়িত।