৪০ হাজার মাস্ক বিতরণ
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই ||
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, শ্রমণ, পথচারী, শিশু ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা করেছে কুমিল্লার লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। গতকাল সোমবার উপজেলা বাগমারা বাজার বাসস্ট্যান্ড ভূশ্চি বাজার চারমাথা গোলচত্বর, নুরপুর এলাকায় এ কর্মসূচি পালন করে ৪০ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, আলমগীর হোসেন অপু, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর, শিমুল বড়ুয়া, হাবীব প্রমুখ।
উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার জানান, অর্থমন্ত্রীর নির্দেশে মানুষকে সচেতন করতে মাস্ক বিতরণ ও সচেতনামূলক প্রচারণা চালানো হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।