ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আরও ৩৫৫ জন অসহায় মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহার
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM, Update: 27.04.2021 12:54:27 AM
কুমিল্লায় আরও ৩৫৫ জন অসহায় মানুষ পেলেন প্রধানমন্ত্রীর উপহারমাসুদ আলম।। কুমিল্লায় অস্বচ্ছ্বল ও অসহায় আরও ৩৫৫ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা জেলা প্রশাসক। এনিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তিন ধাপে প্রায় ১১শ অস্বচ্ছল, অসহায় ও ভসমান মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।  
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান নগরীর ২২ নং ওয়ার্ডের রাজাপাড়া এলাকাসহ নগরীর বিভিন্ন পয়েন্টে ৩৫৫ অস্বচ্ছল ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার প্রদান করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) কুমিল্লা নগরীর সার্কিট হাউজ মোড়ে ঈদগা এলাকাসহ নগরীর আরও একাধিক পয়েন্টে ৪ শতাধিক রিকশা চালক, অস্বচ্ছল, গরিব ও ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এরপর আরও তিন শতাধিক মানুষের মাঝে এই সহায়তা প্রদান করেন।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এই পর্যন্ত তিনটি ধাপে প্রায় ১১শ অস্বচ্ছল, অসহায় ও ভাসমান মানুষের মাঝে বিতরণ করেছি। এছাড়া আমাদের নির্বাহী কর্মকর্তারা উপজেলা ভিত্তিক বিতরণ করেছেন। এই সহায়তা অব্যাহত থাকবে।
সোমবার বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো আবু সাঈদ ও মারুফ হাসান।