ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭১
Published : Tuesday, 27 April, 2021 at 12:00 AM
কুমিল্লায় করোনায় একদিনে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৭১মাসুদ আলম।।
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। তিন পুরুষ এবং এক নারীসহ নতুন চার মৃত্যু নিয়ে এ পর্যন্ত জেলায় ৩৬৫ জন করোনায় মারা গেছেন। এছাড়া ২৪ ঘন্টায় জেলায় আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ১১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৪২৭ জন। সোমবার (২৬ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সাজর্ন অফিস সূত্রে জানা যায়, ২৪ ঘন্টায় প্রাপ্ত ৩৯৬ টি রিপোর্টের মধ্যে ৭১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এছাড়া একদিনে করোনায় আরও ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিন করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে নারীসহ দুই সিটি কর্পোরেশন এলাকার। এছাড়া বুড়িচং, চৌদ্দগ্রামে একজন করে পুরুষ।  
আরও জানা যায়, সোমবার করোনা শনাক্ত ৭১ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩০। এছাড়া আদর্শ সদর উপজেলার ছয়জন, সদর দেিণ দুইজন, বুড়িচং আটজন, চান্দিনায় দুইজন, চৌদ্দগ্রামে একজন, লাকসাম উপজেলার চারজন, বরুড়য় একজন, দাউদকান্দি চারজন, দেবিদ্বার দুইজন, নাঙ্গলকোট চারজন, লালমাই দুইজন, মুরাদনগর একজন ও মনোহরগঞ্জ উপজেলার একজন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। সোমবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৬৫ জন।