ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্মিথ-ওয়ার্নারদের ফেরাতে বিশেষ বিমান পাঠাবে না অস্ট্রেলিয়া
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক তিগ্রস্ত ভারত। এমন পরিস্থিতিতে শক্তিশালী জৈব সুরা বলয় সত্ত্বেও আইপিএল ছাড়ছেন বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে অস্ট্রেলিয়া সরাসরি ফাইট বন্ধ ঘোষণার পর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান ক্রিস লিন ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিশেষ বিমান পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মরিসন তা নাকচ করে দিলেন।
আইপিএল খেলতে ভারতে থাকা দেশের ক্রিকেটারদের ফেরাতে বিশেষ কোনও ব্যবস্থা করা হবে না বলে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী জানালেন। আগামী ১৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে দেশটি। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় লিন বলেছিলেন, ‘আমি জানি আমাদের চেয়েও অনেক মানুষ খারাপ অবস্থায় আছে। আমরা কোনও সংপ্তি রাস্তার কথা বলছি না। ঝুঁকি আছে জেনেই সই করেছি। কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি ফিরতে পারলে দারুণ হতো। আইপিএলে আমরা খেলায় চুক্তি অনুযায়ী বোর্ড যে ১০ শতাংশ অর্থ পায়, তা দিয়ে কোনও ব্যক্তিগত বা বিশেষ চাটার্ড ফাইটের ব্যবস্থা করা সম্ভব কি না জানতে চেয়েছি।’
লিনের এই অনুরোধের পর আইপিএলের বিভিন্ন দলে খেলা অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সম্পর্কে জানতে চাইলে মরিসন বলেছেন, ‘টুর্নামেন্টের ব্যবস্থাপনায় তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণ করেছে। এটা অস্ট্রেলিয়ান সফরের অংশ ছিল না। তারা তাদের সংস্থার অধীনে গেছে এবং সেই মাধ্যম তারা ব্যবহার করে অস্ট্রেলিয়া আসবে আমি নিশ্চিত।’
এরই মধ্যে রাজস্থান রয়্যালসের এন্ড্রু টাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন আইপিএল ছেড়েছেন। এখনও খেলছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, নাথান কোল্টার নাইল। এছাড়া বিভিন্ন দলের সাপোর্ট স্টাফে আছেন রিকি পন্টিং, ডেভিড ও মাইক হাসি, জেমস হোপস। ধারাভাষ্যকার হিসেবে লিগে যুক্ত আছেন ম্যাথু হেইডেন, ব্রেট লি, মিচেল স্ল্যাটার ও লিসা স্থালেকার।