ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের বিপে শ্রীলঙ্কা দলে সান্দাক্যান-চামিকা
Published : Wednesday, 28 April, 2021 at 12:00 AM
শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাক্যান ও পেসার চামিকা করুনারতেœ। বাংলাদেশের বিপে দ্বিতীয় টেস্টের জন্য ডাক পেয়েছেন তারা।
চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে তাদের স্কোয়াডে যুক্ত করার কথা সোমবার এক বিবৃতিতে জানায় লঙ্কান বোর্ড।
২৯ বছর বয়সী সান্দাক্যান ১১ টেস্টের সবশেষটি খেলেছেন ২০১৮ সালের নভেম্বরে, কলম্বোয় ইংল্যান্ডের বিপ।ে আর চামিকা এখন পর্যন্ত খেলেছেন কেবল একটি টেস্ট, ২০১৯ সালে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপ।ে
প্রথম টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান কুমারা। রোববার ড্র হওয়া ম্যাচে প্রথম ইনিংসে ২৮ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি।
এই সিরিজ দিয়েই প্রথমবার দলে ডাক পেয়েছিলেন ২০ বছর বয়সী মাদুশঙ্কা। প্রথম টেস্টে অবশ্য একাদশে সুযোগ মেলেনি। এই পেসারের চোটের ধরন নিয়েও বিস্তারিত কিছু জানানো হয়নি।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।