কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের দুইজনের বাসা নগরীতে, দুইজনের লাকসাম ও একজনের বুড়িচংয়ে। একই সময়ে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ৪১ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকার ১০জন, সদর দক্ষিণে তিনজন, বুড়িচংয়ে দুইজন, চান্দিনায় তিনজন, চৌদ্দগ্রামে ছয়, লাকসামে আটজন, বরুড়ায় দুইজন, দেবিদ্বারে একজন, নাঙ্গলকোটে একজন, লালমাইয়ে দুইজন ও মনোহরগঞ্জে তিনজন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, বুধবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মারা গেছেন ৩৭১ জন।