ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় দুই নারীসহ ইজিবাইকের ৩ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৬ জন। বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইজিবাইক যোগে কয়েকজন যাত্রী ঝিনাইদহ জেলা শহর থেকে শৈলকুপায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে যাওয়ার পরপরই কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকার ইজিবাইকটির পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে।
এ সময় ইজিবাইকটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রেনু বেগম নামের এক নারী নিহত হন। আহত হন অপর ৭ জন। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিব হোসেন ও জহুরা খাতুন নামে ২ জন মারা যান।
হতাহতদের বাড়ি শৈলকুপা উপজেলার দুধসর, ফুলহরি ও বড়দাহ গ্রামে। গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, দুইজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।