কুমিল্লা-৫ (বুড়িচং-বি.পাড়া) আসনের উপ নির্বাচনে বি.টি.এফ এর সম্ভাব্য প্রার্থী ডা. এম.এ কাদের খাঁন
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM
গত ২১ এপ্রিল’২১ইং সংসদ সচিব জাফর আহম্মদ খাঁন স্বাক্ষরিত এক গেজেটে বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুল মতিন খসরু এম.পির মৃত্যুতে তার সংসদীয় আসন কুমিল্লা-৫ (বুড়িচং-বি.পাড়া) শূণ্য ঘোষনা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম শরীক দল, অসাম্প্রদাায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাতিœকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বি.টি.এফ) এর সম্ভাব্য প্রার্থী হিসেবে উক্ত আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বি.টি.এফ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ডা: এম.এ কাদের খাঁন। জনাব ডা: এম.এ কাদের খাঁন ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রভাষক এবং ক্যাশ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে আসিন থেকে চিকিৎসা ক্ষেত্রে আর্তমানবতার সেবায় নিয়োজিত আছেন। পাশাপাশি তিনি ইসলাম ও তরীকত এর খেদমতেও অগ্রণী ভুমিকা পালন করছেন। তিনি মাধবপুর দরবার শরীফের গদ্দিনশীন ও কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই বি.টি.এফ কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি পীরে তরীকত আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী কেন্দ্রীয় অনুমোদনের জন্য সুপারিশনামা প্রেরণ করেছেন। জনাব ডা: এম.এ কাদের খাঁন অত্যন্ত পরিশ্রমী ও জনগণের খেদমতে নিবেদিত প্রাণ। তিনি তার সংসদীয় এলাকার ১৭টি ইউনিয়নকে আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান। জননন্দিত সৎ ও যোগ্য জননেতা জনাব ডা: এম.এ কাদের খাঁন মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ব্যাপক জনসচেতনতা তৈরী করেন এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি-চিকিৎসা অব্যাহত রাখেন। কুমিল্লা-৫ (বুড়িচং-বি.পাড়া) সংসদীয় এলাকার সর্বস্তরের জনগণ তাদের প্রতিনিধি হিসেবে জননেতা জনাব ডা: এম.এ কাদের খাঁনকে দেখতে চান। এক সাক্ষাৎকারে জননেতা জনাব ডা: এম.এ কাদের খাঁন বলেন, আমি দূর্ণীতি জানিনা দূর্ণীতি হতেও দেবনা। মাদক, ইভটিজিং, চোরাকারবারী ও অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জননেতা জনাব ডা: এম.এ কাদের খাঁন বলেন, আমার এলাকার মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান ও রাস্তাঘাটের সার্বিক উন্নয়ণ ও সংস্কার করাই হবে আমার একমাত্র লক্ষ্য। তিনি দারিদ্র বিমোচন, বেকারত্ব হ্রাস ও ভূমিহীনদের আশ্রয় দানে সার্বিক ব্যবস্থা গ্রহনের অঙ্গিকার ব্যক্ত করেন। জনদরদী জননেতা জনাব ডা: এম.এ কাদের খাঁন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ড. শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে তার এলাকার জনগণের সম্পৃক্ততা, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বি.টি.এফ এর দলীয় মার্কা ফুলের মালায় ভোট দেয়ার উদাত্ব আহব্বান জানান।