করোনায় ১১ দিনে সারাদেশে ২৪৬ কারাবন্দি শিশুর মুক্তি
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যে ভার্চুয়ালি আবেদনের শুনানি নিয়ে ১১ কার্যদিবসে সারাদেশে নি¤œ আদালতে ২৪৬ কারাবন্দি শিশু জামিনে মুক্তি পেয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭২৮টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৩৯৫ জন হাজতি জামিন পেয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন। ভার্চুয়াল আদালত শুরুর পর ১১ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৩৬ হাজার ২৪০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ২০ হাজার ৩৯ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
এ ছাড়া এখন পর্যন্ত মোট ১১ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে ২৪৬ শিশু জামিন পেয়েছে।