ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন ব্যক্তির দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেন না
Published : Thursday, 29 April, 2021 at 12:00 AM, Update: 29.04.2021 1:05:09 AM
তিন ব্যক্তির দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেন নাপবিত্র মাহে রমজান দোয়া কবুলের মাস আল্লাহতালা এই মাসে বান্দার দোয়া বেশি বেশি কবুল করেন। হযরত আবু হোরায়রা (রা:) হতে বর্ণিত রাসুল (স:) এরশাদ ফরমান তিন ব্যক্তির দোয়া আল্লাহতালা ফিরিয়ে দেন না। এক. ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই. ন্যায়বিচারক বাদশার দোয়া। তিন. মজলুম ব্যক্তির দোয়া। আল্লাহতালা তাহার দোয়া মেঘের উপর উঠাইয়া লন, আসমানের সকল দরজা উহার জন্য খুলিয়া দেয়া হয় এবং আল্লাহপাক এরশাদ করেন আমার ইযযতের কছম আমি অবশ্যই তোমার সাহায্য করিব। যদিও (কোন মঙ্গলের কারণে) কিছুটা বিলম্ব ঘটে। দুররে মানসূর কিতাবে হযরত আয়শা (রা:) হইতে বর্ণিত যে রমজান মাস আসিলে নবী করীম (স:) এর অবস্থা পরিবর্তন হইয়া যাইত, তাঁহার নামাজের পরিমান বাড়িয়া যাইত দোয়ার মধ্যে খুবই কাকুতি মিনুতি করিতেন। আল্লাহর ভয়ভীতি বুদ্ধি পাইয়া যাইত, হযরত আয়শা (রা:) অন্য এক রেওয়ায়তে বলেন, রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত তিনি বিছানায় আসিতেন না। এক হাদিসে আছে, আল্লাহপাক রমজান মাসে আরশ বহনকারী ফেরেশতাদেরকে হুকুম করেন যে, তোমরা নিজ নিজ এবাদত বন্দেগী ছাড়িয়া রোজাদারের দোয়ার সাথে আমিন আমিন বলিতে থাক। আমরা অনেক সময় কোন বিষয় দোয়া করার পর যদি সেই দোয়ার কোন প্রতিক্রিয়া না দেখি তাহলে আমরা মনে করি দোয়া কবুল হয় নাই। প্রকৃত অর্থে বিষয়টি আমাদের বুঝা দরকার। রাসুল (স:) এরশাদ ফরমান যখন কোন মুসলমান আত্মীয়তার সর্ম্পকচ্ছেদ বা কোন পাপ কাজ ব্যাতিত কোন দোয়া করে, তখন সে আল্লাহতালার নিকট হইতে তিনটি বিষয়ের কোন একটি অবশ্যই পাইয়া থাকে। এক যে বিষয় দোয়া করা হইয়াছে, যথাযথ উহাই পাইয়া যায়। দুই উহার পরিবর্তে তাহার উপর থেকে কোন মুসীবত দূর করিয়া দেওয়া হয়। তিন ঐ পরিমান সাওয়াব আখেরাতে তাহার আমল নামায় লিখিয়া দেয়া হয়। তাই মাহে রমজানে বেশি বেশি দোয়ায় মশগুল থাকবো ইনশাআল্লাহ।