ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফোন চার্জ দিতে গিয়ে প্রাণ গেল কিশোরীর
Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM
বগুড়ার শেরপুরে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরীর মুত্যু হয়েছে। তার নাম তাসলিমা খাতুন (১৪)। সে উপজেলার সুঘাট ইউনিয়নের চকসাদী গ্রামের গোলাম রব্বানীর মেয়ে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মা রওশন আরা বেগম জানান, নিজ শয়নকক্ষে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাসলিমা গুরুতর আহত হয়। পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যার। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই কিশোরী অনেকটা প্রতিবন্ধী ছিল। মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে বলে জানান তিনি।