দেবীদ্বারে চালকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
কুমিল্লার দেবীদ্বারে মানবতার ফেরিওয়ালা খ্যাত ডাক্তার ফেরদৌস খন্দকারের সহযোগিতা ও মহিলা শ্রমিক লীগ নেত্রী শাহীনুর লিপির তত্ত্বাবধানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া ইফতারের পূর্ব মূহুর্তে দেবীদ্বার মাজেদ ম্যানশন (মাছের আড়ৎ) স্থানে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম ১৫দিন চলবে। প্রতি দিন ২০০ জন শ্রমজীবী রিক্সা, ভ্যান ও সিএনজি চালকদের মাঝে ইফতার বিতরণ করা হবে।
উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. ছিদ্দিকুর রহমান আমিন, কমিশনার মো. মজিবুর রহমান, মোঃ আবদুর রহমান ভূঁইয়া, নারীনেত্রী শারমিন ও আয়েশা আলেয়া মুক্তা প্রমূখ।
মিলাদ ও দোয়া শেষে ২০০ জন শ্রমজীবী রিক্সা, ভ্যান ও সিএনজি চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং আগামী দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।