ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২
Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM, Update: 01.05.2021 1:14:51 AM
চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজাসহ আটক ২চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকার সাবা সামিয়া নামের ট্রাক হোটেল থেকে বৃহস্পতিবার রাতে ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো; উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনা মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও ঈশানচন্দ্রনগর গ্রামের তোয়ান মিয়ার ছেলে সুজন মিয়া। গতকার শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর সাবা সামিয়া ট্রাক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্যাকেটভর্তি ১০ কেজি গাঁজাসহ হোটেল মালিক মঞ্জু মিয়া ও তার সহযোগী সুজন মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।  যারা মাদকের সাথে জড়িত তাদের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে’।