মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর পুনর্খনন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
কুমিল্লার মনোহরগঞ্জে ঐতিহ্যবাহী ডাকাতীয়া নদীর পুনর্খনন প্রকল্প পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। শুক্রবার দুপুরে মনোহরগঞ্জ উপজেলার চড্ডা গ্রাম থেকে জাওড়া গ্রামের নদনা খাল পর্যন্ত ১৬ কিলোমিটার ব্যাপী ডাকাতীয়া নদীর পুনর্খনন প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন মন্ত্রী।
পরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে প্রয়াত পিতা-মাতার কবর যেয়ারত করেন স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান শাহীন জিয়া, কামাল হোসেন, আলমগীর হোসেন, নিজাম উদ্দিন শামীম, ওমর ফারুক, রুহুল আমিন প্রমুখ।