Published : Saturday, 1 May, 2021 at 12:00 AM, Update: 01.05.2021 1:15:34 AM
মাসুদ
আলম: কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও তিন জনের মৃত্যু হয়েছে। সে
সাথে শনাক্তের হার ১২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও ৫৮
জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার কুমিল্লা সিভিল সার্জন সূত্রে জানা যায়,
২৪ ঘন্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সবাই পুরুষ। করোনা আক্রান্ত হয়ে
তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন তিন
মৃত্যুসহ এনিয়ে জেলায় ৩৭৪ জন মারা গেছেন।
সিভিল সার্জন অফিস সূত্র
জানায়, শুক্রবার প্রাপ্ত ৪৯৩টি রিপোর্টের মধ্যে নতুন করে ৫৮ জনের করোনা
শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলা এ পর্যন্ত ১২ হাজার ২৩ জনের করোনা শনাক্ত
হয়েছে। এছাড়াও এদিন মারা গেছেন কুমিল্লা বরুড়ায় দুইজন এবং লাকসামে একজনসহ
মোট তিন পুরুষ।
শনাক্ত ৫৮ ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন
এলাকায় ৩১ জন। কুমিল্লা আদর্শ সদর চারজন, বুড়িচং পাঁচজন, ব্রাহ্মণপাড়া,
দেবিদ্বার ও মুরাদনগরে একজন করে, চান্দিনা, দাউদকান্দি ও লাকসামে দুইজন
করে, বরুড়া ছয় জন এবং নাঙ্গলকোট তিনজন।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২০জনসহ জেলা এ পর্যন্ত ৯ হাজার ৭৬৭ জন সুস্থ হয়েছেন।