সোনার বাংলা কলেজে মতিন খসরুর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা
Published : Friday, 7 May, 2021 at 12:00 AM
সোনার বাংলা কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে বুড়িচং-ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার প্রমুখ।
শোক সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গণমানুষের প্রিয় নেতা, পাঁচবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক সফল আইন মন্ত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরুর প্রতি সোনার বাংলা কলেজ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, এডভোকেট আব্দুল মতিন খসরু অবহেলিত বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। অবকাঠামো, শিক্ষা ও সামাজিক উন্নয়নে এ মানুষটির ভূমিকা অপরিসীম। তার মৃত্যু এ জনপদের মানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি। জনতার নেতা আবদুল মতিন খসরু জনতার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষ পর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।