ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে আলী আহাম্মদ ফাউন্ডেশনের ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ
Published : Friday, 7 May, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
বুধবার ও বৃহস্পতিবার  দিনব্যাপী করোনা সংক্রমণে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে  লকডাউনে গৃহবন্দি কর্মহীন ৫ গ্রামের এক হাজার  অসহায় দুঃস্থ গরিব লোকজনের মাঝে রামপুর গ্রামের আলী আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত  দুই দিন ব্যাপী উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর রামপুর আলী আহাম্মদ ফাউন্ডেশনের এবং জিহান গ্রুপের চেয়ারম্যান মোঃ শাহজাদা আহাম্মদ রনি উপস্থিত থেকে ৮  গ্রামের  এক হাজার পাচঁশত মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রথমে গোবিন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ভারেল্লা উচ্চ বিদ্যালয় মাঠে, ছিকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সুন্দ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং শুভারামপুর বাজার, রামপুর পোস্ট অফিস উচ্চ বিদ্যালয়, এদবারপুর মাদ্রাসা মাঠ এবং কুসুম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার।
এসময় উপস্থিত ছিলেন আলী আহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান মেম্বার, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক বাদশা নাসির উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মিয়া, অ্যাডভোকেট মোঃ ফরহাদ হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ  আবু ইউসুফ তুহিন, রফিকুল ইসলাম ডিলার, সুলতান আহম্মাদ মেম্বার, আক্তার হোসেন, মনিরুজ্জামান  মানিক, মাওলানা মোঃ শহীদুল্লাহ্, জাকির হোসেন বাবুল মেম্বার, এইচ এম এরশাদ হোসেন,। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।