Published : Friday, 7 May, 2021 at 12:00 AM, Update: 07.05.2021 12:51:21 AM
মাসুদ আলম।।
অসহ্য
গরমের পর অবশেষে কুমিল্লায় নেমেছে স্বস্তির বৃষ্টি। রমজানের শুরু থেকে
টানা গরমে অতিষ্ট হয়ে উঠেছিল জনজীবন। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে কুমিল্লাতে
দমকা হাওয়ার সঙ্গে স্বস্তির বৃষ্টি হয়েছে। কুমিল্লাজুড়ে বর্ষণের সঙ্গে
হালকা বাতাস পরিবেশ হয়ে উঠে আরও ঠান্ডা। এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।
কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। ঝড়ে কুমিল্লার কয়েকটি
এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। টানা ৩/৪ ঘন্টা কুমিল্লার কান্দিরপাড়সহ নগরীর
বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় স্বস্তির বদলে দুর্ভোগ তৈরি হয়।
চলতি
বছর বৈশাখের শুরুটা কুমিল্লা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে কুমিল্লায়
তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা
বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর কুমিল্লার
আবহাওয়া শীতল হয়েছে। বিভিন্ন বাসার মানুষকে ভিজতে দেখা গেছে। ফেসবুকসহ
সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।
এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল কুমিল্লা আবহাওয়া অধিদফতর।
কুমিল্লা
আহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, পূর্বাভাস অনুসারে
বৃহস্পতিবার দমকা হাওয়ার সঙ্গে কুমিল্লায় ১৪.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে কুমিল্লায় তাপমাত্রার পরিমাণ করে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে
এসেছে।
তিনি আরও জানান, আগামী ২/৩ কুমিল্লায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে
বৃহস্পতিবার দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের ফলে কুমিল্লার বিভিন্ন এলাকায়
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রমজানের এই দিনে টানা ৩/৪ ঘন্টায় ব্যাপী
বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ট হয় উঠে। এক পশলা স্বস্তির বৃষ্টিতেও
দুর্ভোগ তৈরি হয়।