স্বাস্থ্যবিধি মানাতে জনপ্রতিনিধিদের সক্রিয়তা চেয়েছে সরকার
Published : Saturday, 8 May, 2021 at 12:00 AM
করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হতে বলেছে সরকার। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে নজরদারি বাড়াতে বলা হয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বুধবার (৫ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনসহ ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব পর্যায়ের প্রতিনিধিদের চিঠি দেওয়া হয়েছে।
চিঠিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সব সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, কোভিড পরিস্থিতি উত্তরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গোপনীয় প্রতিবেদন পাওয়া গেছে। এতে হাটবাজারসহ বেশি জনসমাগম স্থল, রোহিঙ্গা ক্যাম্প, বিহারি ক্যাম্প ও বস্তি এলাকায় বসবাসরত মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করার জন্য বলা হয়েছে।
যেহেতু করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে ফলে ব্যাপারে স্থানীয় প্রশাসনের নজরদারিসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের আরও সক্রিয় করা প্রয়োজন।