Published : Friday, 7 May, 2021 at 12:00 AM, Update: 07.05.2021 12:51:42 AM
তানভীর
দিপু: যানবাহনে এবং দোকানে দোকানে গিয়ে চাঁদা না তুলে সরকারি সহযোগিতা
নিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য হিজড়া সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন
বাহার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল কুমিল্লা ভাষাসৈনিক
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হিজড়া সম্প্রদায়ের ৮০ জন সদস্যের মাঝে
প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী ও এমপি বাহারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী
এবং নগদ অর্থ সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় কুমিল্লা
সমাজকল্যান অধিদপ্তরের উপ-পরিচালক জেড এইচ মিজানুর রহমানসহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন।
উপস্থিত হিজড়াদের উদ্দেশ্যে এমপি বাহার বলেন, হিজড়াদের
স্বাবলম্বী করা লক্ষ্যে বিভিন্ন সময় সেলাই মেশিনসহ নগদ অর্থ সহযোগিতা
প্রদান করা হয়েছিলো। এখন সে ধরনের সহযোগিতা অব্যাহত আছে। তারপরও তাদের
মধ্যে কেউ কেউ দোকানপাটে ও যানবাহনে গিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে। টাকা
না দিলে মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এটা মোটেও সহ্য করা হবে না। তারা
যদি এধরনের অপকর্ম থেকে বের হয়ে আসতে পারে তাদের জন্য সরকারিভাবে ঘরের
ব্যবস্থা করা যেতে পারে। সরকারিভাবে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার
যেসব আবাসন আছে সেগুলো দেয়া হবে। তবে এজন্য তাদের সুস্থ জীবন যাপন করতে
হবে। না হয় আইনশৃঙ্খলাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।
এসময় জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, হিজড়াদের জন্য সমাজকল্যান বিভাগ থেকে
সব সময়ই বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত ছিলো এবং এখনো আছে। তারপরও তাদের
আচরণে সাধারণ মানুষ বিভিন্ন সময় বিব্রত হয়। তাদেরকে এসব কর্মকান্ড থেকে সরে
আসতে হবে। তাদের সুস্থ জীবন যাপনের জন্য আমরা স্বাভাবিক জীবন যাপনের
ব্যবস্থা করতে পারবো এবং সরকারি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মান করে
দিতে পারবো।
এসময় হিজড়া নেতৃবৃন্দ এবং সদস্যরা চাঁদা না তোলা এবং বাজে
আচরণ না করা প্রতিশ্রুতি দেন এবং প্রধানমন্ত্রীর উপহার পেয়ে এমপি বাহার ও
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীতে ধন্যবাদ জানান।
এর আগে পেশাদার ১৪০ জন বাবুর্চির হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয।